আমার আমি কে হারিয়ে ফেলেছি,
সেই আমার আমি থেকে।
আমার সেই আমি, এখন আর নেই এই আমিতে।
যেই আমার আমি ছিলাম, ভালোবাসার অনন্ত পথিক,
সেই আমার আমি এখন বিরহের চিরন্তন প্রতিক।
যেই আমার আমিতে ছিল অমিত প্রেম ভালোবাসা,
সেই আমার আমিতে এখন ক্রোধ ক্ষোভ ঘৃণ্যতা।
যেই আমার আমিতে ছিল আশা ভরসা উচ্ছাসা,
সেই আমার আমিতে এখন  উৎকন্ঠা বিতৃষ্ণা হতাশা।
যেই আমার আমিতে স্বপ্ন দেখতাম ভীষণ,
সেই আমার আমিতে এখন হতাশার অবগাহন।
এই আমার আমিতে এখন আর নেই সেই আমি,
সময়ের বিবর্তনে বদলে গেছি এই আমি।
এই আমি কি সেই আমি ?
বুঝিনা এখন, খুঁজিনা এখন,
এই আমার আমিতে হারিয়ে ফেলেছি সেই আমার আমিকে।