বুকে হাত দিয়ে বলতে পারো,
কখনো কি মন থেকে আমায় বুঝতে চেয়েছো ?
এই হৃদয়ের জমাট ক্ষত দেখতে পেরেছো ?
এই মনের নীরব কান্না শুনতে পেয়েছো?


না,পারনি....
তোমার কাছে আমি ছিলাম,
কেবলই খেলার পুতুল,
সময়ের ভুল,
গন্ধহীন ফুল।


মনে কি পড়ে,
কতো রাত নির্ঘুম কাটিয়েছি  দু'জনে,
প্রেম ভালোবাসার মধুর আলাপনে,
বে-খেয়ালি সময় চলে যেতো আপন মনে।


মনে কি পড়ে,
আমার একটু কষ্টে জান যেতো তোমার চলে,
আমার ব্যথায় তুমি ভাসতে চোখের জলে,
ভাব ছিল এমন, যেন মরে যাবে আমার কিছু হলে।


আর, আজ হায়!
কষ্টের সাগর পাড়ি দিচ্ছি,
চূর্ন বিচূর্ন হতে হতে ধ্বংস হয়ে যাচ্ছি,
তিলে তিলে ক্ষয় হচ্ছি,
তুমি কি তা বুঝতে পাচ্ছো?
  
আমিও আর আসবো না তোমার হৃদয় আঙিনায়,
দূরে থেকেও তো ভালোবাসা যায়,
দিবানিশি কল্পনায় আছি যে, তোমার ছায়ামায়ায়।


আমি দুঃখ নদী পাড়ি দিতে চাই,
আমি সব হারিয়ে নিঃস্ব হতে চাই,
আমি বিরহের মাঝেই ভালোবাসা খুঁজে পাই,
আমি কষ্টের মাঝেই সুখের হাসি হাসতে চাই,
আমি দূর হতেই তোমায় ভালোবাসতে চাই।