ঘোর কাটছেই না
ঘোর অমানিশায় কাটছে জীবন
ঘোরের মধ্যেই যাচ্ছে সময়।
খাওয়া দাওয়া, চলাফেরা,
অফিসের কাজ,নিত্যদিনের ব্যস্ততা,
সব কিছুতেই ঘোর অমানিশা।
অবিনাশী এই মায়ার খেলায়
সব কিছুই যেন বিস্ময়।
কখনো প্রখর রৌদ্রজ্জ্বল
কখনো ঘোর অন্ধকার
কখনো মেঘ জমে মনে
কখনো বৃষ্টি নামে হৃদয় কোণে
কখনো উষ্ণতা ছড়াও
কখনো নিথর হয়ে রও
কখনো ভালোবাসায় রাঙিয়ে দেও দেহমন
কখনো বিরহ জ্বালায় নিঃশেষ করো আমার ভুবন।
সব কিছুতেই যেন শুধুই বিস্ময়।
ঘোর অমানিশায় কাটে জীবন  
ঘোর কাটেনা ঘোরের মধ্যেই আছি।