রাতের নীরবতা ভেঙে
স্বপ্নবিলাসী হয়ে
বার বার তুমি আসো কল্পনায় !


ঘুমহীন রাতে
বারান্দায় বসে, একান্তে একাকিত্বে,
রাতের হিমেল হাওয়ায় মন উড়ে যায়,
দূর আকাশের চাঁদের কাছে !
চাঁদের সৌন্দর্য্য অবলোকনে,
মন যেন হারিয়ে যাওয়া তোমাকেই খুঁজে।


রাতের নীরবতায়
জনশূন্য পথে একাকি হাটতে থাকি আনমনে,
কিন্তু ;কি আশ্চর্য !  
দেখি চাঁদও অনুসরন করছে আমায়,
যতটা পথ হাটি,
চাঁদও হাটে আমার সাথে।


চাঁদও বুঝে আমার বিরহ ব্যথা,
আমাকে একা ছেড়ে যেতে চায়না !
কিন্তু, তুমি !
এতো কাছে এসে,মায়ার বাঁধনে জড়িয়ে,
ছেড়ে গেলে আমায় অবলীলায় !