অশান্তির ধুম্র জ্বালায় জর্জরিত,
আমি এক স্তম্ভিত মানুষ।
দুঃসহ যন্ত্রনা,হতাশার অবগাহন,
বহে যায় হৃদয় মাঝে প্রতিক্ষণ।
মানুষের স্বার্থপরতা,বন্ধুদের কৃত্রিম ভালোবাসা,
হৃদয়ে সৃষ্টি করে তীব্র ঘৃণ্যতা।
সামাজিক অবক্ষয়, মানবিক বৈরিতায়,
জমে উঠে হৃদয় গহীনে প্রচন্ড ব্যাকুলতা।
মন্দ লোকের সামাজিক আস্ফালন,
আর সৎ লোকের নীরবতায়,
মনে মনে অনুভব হয়,
এই সমাজটা যাচ্ছে চলে বিপন্নতার দিকে।
আর আমি তখন, দুঃখ তাপে ব্যথিত হয়ে,
হাঁটতে থাকি অবিরত পথে পথে,
পথ হারা ভ্রান্ত পথিকের মতো,
সুশীল সমাজের প্রত্যাশায়।
তবুও,পাইনা খুঁজে আমি,
স্বপ্নময় সুশীল সমাজের গন্তব্য।


রচনাকাল))  ০২/০২/২০০১