শুভ বিদায়
বলে দিয়েছো,
একটুও ভাবো নি
তুমি ভালো নাই বাসতে পারো
যে তোমায় ভালোবাসে 
সে তো ভালোবাসতেই পারে। 
যে তোমায় হৃদয়ে লালন করে
সেটা তো অনিঃশেষ হতেই পারে।
বোধোদয়ে শূন্যতাই শুধু,
পাহাড়সম ভালোবাসার স্তুপ
ছুঁড়ে ফেলে দিয়েছো অবলীলাক্রমে
তথাপি, 
আমি বিচলিত নই। 
সম্পর্কে চ্ছেদ ঘটতেই পারে 
এটা খুব স্বাভাবিক 
জীবনটাই তো নশ্বর 
আর সম্পর্ক ! 


জেনে রেখো,
তোমার প্রস্থানে
বিষন্নতায় কাটবে হয়তো জীবন
তবুও ,
আমি ভালোই থাকবো
আমার কাছে আছে 
তোমার অযুত স্মৃতি 
নির্ঘুম রাতের আহাজারি 
বলা না বলা অজস্র অভিমান
টুকরো টুকরো কান্না হাসি
মৌন দুঃখকষ্টের ছড়াছড়ি  
অনুভূতির স্পর্শতা
হৃদয়ের মুগ্ধতা 
আবেগী পাগলামো
আরো কত্তো কি? 
বুক পকেটে যতনে রেখে দিলাম
সব কিছুই। 
সময়ে অসময়ে দেখবো বলে।


আমিও বলি, হে প্রণয়িনী
শুভ বিদায়
সবিনয়ে বলি কিছু কথা,
যদি পারো,
স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলো
নির্ঘুম রাত্রি গুলো ফেরত দিও
আবেগী ক্ষণগুলো আমায় দিয়ে দিও
অনুভূতিগুলোও দিয়ে দিও
নীরবে ফেলা চোখের জলগুলোও দিও
হৃদ মাঝারে লুক্কায়িত ভালোবাসাটুকুও দিয়ে দিও 
রাগ অনুরাগের মুহূর্তগুলোও ফেরত দিও
দয়া মায়া করুণা সেইগুলোও দিয়ে দিও
শূন্য করে দিও
খালি করে দিও
সবকিছুই দিয়ে দিও।
আর কিই বা বলি,
ভালো থেকো, ভালো থেকো
বিদায় লগ্নে আবারো বলি
ভালোবাসি ভালোবাসি
অনন্তকাল ভালোবাসি
হে প্রণয়িনী
শুভ বিদায়।