জীবন চলার পথ শুধু ফুলশয্যার মতো মধুময় নয়,
জীবন চলার পথে আছে ঝড়,ঝঞ্জা,ঘূর্ণি। 
জীবন চলার পথ শুধু আনন্দ হিল্লোলে পরিপূর্ণ নয়,
জীবন চলার পথে আছে দুঃখ, ব্যথা,বেদনা। 
জীবন চলার পথ শুধু অমিত ভালোবাসার নয়,
জীবন চলার পথে আছে বিচ্ছেদ, বিক্ষোভ, বিদ্বেষ। 
জীবন চলার পথ শুধু বিজয়ের নয়,
জীবন চলার পথে আছে পরাজয়, পরাভব,ভ্রংশ। 
জীবন চলার পথে সাফল্য ব্যর্থতার এই খেলায়,
কখনো হারবো,কখনো জিতবো,
আর এভাবেই খুঁজে পাবো জীবনের গতিপথ।


রচনাকাল)) ০১/০৬/১৯৯৫ ইং
===============================
বিঃদ্রঃ- আমি কোন কবি নই, কবিতা পড়তে ভীষণ ভালোবাসি।কবিতা পাঠে কবিতার প্রেমে পড়ে যাই, মনের অজান্তে চেষ্টা করি দু'চার পঙক্তি লিখার,এভাবেই ছন্দহীন ভাবে,ভুল বানানে মাঝে মাঝে লিখে যাই।
এই কবিতাটির প্রতি আমার অন্য ধরনের একটা আবেগ কাজ করে। কারন, কলেজ জীবনের ছন্নছাড়া সময়ে এই কবিতাটিই আমার প্রথম লিখা কোন কবিতা।
আজ আমার জীবনের প্রথম লিখা কবিতাটি বাংলা কবিতার পাতায় প্রকাশিত করলাম।জানিনা আপনাদের কেমন লাগবে।