আমি খাঁটি ঈমানদার মুসলমান,
এক আল্লাহে বিশ্বাসী,
ধর্মকর্ম পালন করি নিয়মিত,
নামাজ পড়ি,রোজা রাখি,
যাকাত দেই, উমরা করি প্রতি বছর,
হজ্ব পালন করেছি একাধিকবার।


সুদের টাকায় পাহাড় জমাই,
ফাইল আটকিয়ে উপরি কামাই,
অন্যর হকে ভাগ বসাই,
গরীবের পেটে লাথি মেরে অট্রালিকা সাজাই,
ওজনে কম দিয়ে আয় বাড়াই,
ফাঁকফোঁকর বের করে অন্যর জমি ভোগ দখল করে যাই,
ব্যভিচার পাপাচারে লিপ্ত সদাই।


আমি যে পাক্কা মুসলমান,
এক আল্লাহে বিশ্বাসী,
দান খয়রাত করি অকাতরে,
মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করে
কপালে নামাজের দাগ ফেলে
অগ্রিম জান্নাতের টিকিট রেখেছি পকেটে !
গ্যারান্টি আছে যে আমার জান্নাতের !


===============================
উৎসর্গ)) কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)


গতকাল আমার অত্যান্ত প্রিয় কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) এর "কর্ম ফল পেতেই হবে" কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো, গত রাতে তাঁর কবিতা পড়ে অনেক ভেবেছি এবং আমার আজকের কবিতা "গ্যারান্টি আছে যে আমার জান্নাতের" এই কবিতা লিখার অনুপ্রেরণা পেলাম, জানিনা কেমন হয়েছে,তাই আমার এই কবিতা প্রিয় কবিকে উৎসর্গ করলাম।


প্রিয় কবি, আপনার সব কবিতা পাঠে আমি ভীষণ মুগ্ধ।
আপনার সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করছি, ভালো থাকুন প্রার্থনা।
===============================