ঘুণে ধরা সমাজ,
মানবতা বিপন্ন আজ।
নীতি নৈতিকতা বিলুপ্ত প্রায়,
আদর্শ লুটোপুটি খায় লোভ আর লালসায়।
মানবতা নীরবে গুমরে কেঁদে মরে,
ক্রমাগত অমানিশার অন্ধকারে।


ধনীর আরও ধন চাই,
গরীবের নাইতো কিছুই নাই।
ক্ষমতার মোহে অন্ধ নেতা,
ভাবেনা কখনো জনতার কথা।
কালো টাকার অহমিকায়,
অতীত সহজেই ভুলে যায়।


অতি আধুনিকতার নামে,
রোজ রোজ মনে পাপ জমে।
সুখ খুঁজে প্রতিদিন নকল কারখানায়,
মনে রেখো শীঘ্রই যেতে হবে আসল ঠিকানায়।


===============================


উৎসর্গ > কবি জাকির হোসেন বিপ্লব।


আজ আমার কবিতার আসরে এক বছর পূর্ণ হলো। ১৮/০২/২০২১ আসরে যোগ দিয়েছিলাম "তুমি আমি আর মন" কবিতা প্রকাশ করে আর আমার সেই কবিতায় প্রথম মন্তব্যে করেছিলেন প্রিয় কবি জাকির হোসেন বিপ্লব তাই আজ শ্রদ্ধা,কৃতজ্ঞতা আর স্মরণে প্রিয় কবিকেই উৎসর্গ করলাম আমার আজকের কবিতা।


===============================