ক্রমশঃ দূরে দূরে হারিয়ে যাচ্ছি
নীল বেদনার বিষাক্ত নীলে,
জীবনকে এখন মনে হয় রঙ রুপ গন্ধহীন।
মন সায় দেয়না এখন আর কিছুতেই,
সব কিছুকেই কেন জানি এখন জড় মনে হয়।
আগেকার সেই উৎফুল্ল দিনগুলো এখন,
কেমন জানি একদম পানসে মনে হয়,
সব কিছুকেই এখন মনে হয় যেন অন্তসারশূন্য।
পুরানো ফেলে আসা স্মৃতিগুলোও এখন কেন জানি,
বড্ড বেশী মরচেধরা মনে হয়।
পুরানো দিন,পুরানো আড্ডা,পুরানো বন্ধু,
সব কিছুকেই এখন মনে হয় কেন জানি
কৃত্রিমতার মায়াজাল।
যে দিনগুলো বড়ো বেশি মোহনীয় ছিল,
আজ কেন জানি সেই সব দিনগুলোকেও মনে হয় মূল্যহীন।
প্রেম ভালোবাসা আনন্দ হাসি গান,
এগুলো এখন নিছকই তামাশা মনে হয়।
সামাজিক কর্মকান্ড,রাজনৈতিক কর্মসুচি,
এগুলোও এখন মনে হয় লোক দেখানো  অভিনয় মাত্র।
খবরের কাগজ কিংবা টেলিভিশনে নাটক চলচ্চিত্র
এগুলোতেও এখন আর মন ভরেনা।
অসময়ে এসে জীবনের রঙ বদলায়
হায় জীবন!
কেন এমন হয়?