তুমি স্বপ্নপরী হয়ে কল্পনার জগৎ পাড়ি দিয়ে
বাস্তবে বসবাস করেছিলে যখন আমার সাথে।
সকালের নাস্তা,মধ্যাহ্নভোজ কিংবা রাতের খাবার টেবিলে
সব কিছুতেই তুমি নিয়মিত ছিলে আমার পাশে।
কতো যে নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছি তুমি সান্নিধ্যে আছো ভেবে।
কতোটা দীর্ঘ দিবস খুনসুটিতে  কাটিয়েছি তোমার সাথে ।
কতোটা পথ একা একা হেঁটেছি তুমি হাঁটছো আমার পাশে পাশে এই ভেবে।
গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে দ্রুত বেগে চলেছি তুমি পাশের সিটে বসে আছো ভেবে ভেবে।
কাজে কর্মে সব কিছুতেই স্পৃহা বেড়ে গিয়েছিল তোমার অনুপ্রেরণাতে।
কবিতার পর কবিতা মাথায় খেলা করেছিল তোমার সঙ্গ পেয়ে।
দীর্ঘ জীবন বাঁচতে সাধ হয়েছিল শুধুই তোমার ভালোবাসাতে।
কিন্তু, হঠাৎ কি হলো হায় !
বাস্তব ছেড়ে ফের চলে গেলে নিজ কল্পরাজ্য।
আমি অসহায়ের মতো তোমায় খুঁজে ফিরি আমার সারা রাজ্যময়।
আর তুমি কল্পনার রাজ্যে দূর আকাশের তারা হয়ে,
মিটি মিটি হাসো আমার পানে চেয়ে,
মাঝে মাঝে করুণার দৃষ্টিতে
কিঞ্চিৎ করো ভাব বিনিময় ।
আর আমি প্রতিনিয়ত ভাসি কষ্টের নীল সাগরে,
তবুও, তোমায় বাসি ভালো
বাস্তব কিংবা কল্পনায়।