কোন একদিন অবচেতন মনে
হটাৎ যদি!
মনে পড়ে যায় আমায়,
কিংবা যদি মাঝরাতে ঘুম ভেঙে
হটাৎ যদি!
মনে পড়ে যায় আমায়,
অথবা কোন এক কাক ডাকা ভোরে,
হটাৎ যদি!  
ভীষণ ভাবে মনে পড়ে যায় আমায়,
তুমি নীরবে চোখের জল ফেল না
তুমি নীরব কান্না করো না
জেনে রেখো,
তোমার চোখের জল মাটিতে পড়লেই
মাটি ভেদ করে আমার হৃদয়ে আগুন জ্বলে উঠবে,
তোমার নীরব কান্নায় আমার হৃদয়ে প্লাবন হবে।
হটাৎ যদি!
কখনো তোমার শহরে
তুমি যে পথে হাঁটছো ,ঠিক সেই পথে
তোমার ঠিক পেছনে অপরিচিত কেউ একজন
হেঁটে যায় তোমার পেছনে পেছনে
দেখো,ভুল করে কখনো আমি ভেবে
পিছনে চোখ ফিরায়ে চেয়ো না,
চোখে জ্বালা ধরে যাবে।
অথবা যদি কোন একদিন মাঝ রাতে স্বপ্নে
হটাৎ যদি !
দেখো, কেউ একজন মৃত আত্মার ন্যায় তোমাকে ডাকছে,
ভুল করেও কাছে এসো না, সামলে রেখো নিজেকে।
কাছে আসলেই,
তুমি মিশে যাবে মৃত আত্মার সাথে।
কারন,আত্মাটা যে আমায় ছেড়ে ঘুরেফিরে তোমার আষ্টেপৃষ্টে।