কাঠফাটা রোদের অতিশয় লালবর্ণ ধারণ,
তীর্যক সূর্যের দহনে বাতাসে অগ্নিস্ফুলিঙ্গ,
অসহনীয় খরতাপ, বৈরি প্রকৃতির আয়োজন।
অবসন্ন জন জীবন,থমকে গেছে কোলাহল,
সব কিছুই আজ আমার বিরহে ব্যাকুল।


বহেনা অভিমানী শীতল বাতাস,
থমকে গেছে আকাশের কান্না আজ।
স্তব্ধ নদীর স্রোত,খেলা করেনা সাগরের ঢেউ,
বৃষ্টির গান করেনা ব্যাঙ,নেই পাখির কূজন,
আমার ব্যথায় সব কিছুই আজ করেছে অনশন।


পেয়ে হারানোর বেদনায়
হৃদয়ের অনন্ত যাতনায়
শ্বাস প্রশ্বাসের নীরব পতন,
শ্বাসকষ্ট বেড়ে যায় যখন তখন।
মনে জাগে সংশয়,
কবে জানি জীবনের অবসান হয়।  


এই শোকেই যদি কভু জীবনের অবসান হয়,
এই হৃদয়ের ময়না তদন্ত যেন না হয়,
হাসিমুখে বিলীয়ে না হয় গেলাম প্রাণ,
পাষাণ হৃদয় জেনে যাক, খাঁটি প্রেম পৃথিবীতে এখনো অম্লান।