স্বপ্নীল ভুবনে, আমি এক স্বপ্নীল মানুষ।
কল্পনাপ্রবণ হৃদয়ে,গেঁথেছি কতো রং বেরংয়ের ছবি।
জীবনের মধ্য প্রান্তে দাঁড়িয়ে দেখেছি কতো উত্থান পতন,
তবুও যাযাবর মন ঠাঁয় দাঁড়িয়ে থাকতে চায়না,
যাযাবর মন চায়,কখনো পাহাড়ের চুঁড়ায় উঠতে,
আবার কখনো মন চায় সাগরের তলদেশে যেতে,
কখনো চায় মহাকাশ পাড়ি দিতে।
ছোট্ট এই জীবনে দেখেছি কতো স্বপ্ন,
কিছু পূরণ হয়েছে, কিছু তার রয়ে গেছে বাকী,
আবার কিছু স্বপ্নই থেকে গেছে।
ছোট্ট জীবনের প্রত্যাশাকে দীর্ঘায়িত করেছি,
জীবনকে নিয়ে বারে বারে স্বপ্ন দেখে,  
সেই সব স্বপ্নরা আজ সময়ের হেরফেরে,
বুকের ভিতর যন্ত্রণা হয়ে রয়ে গেছে।
বুকটাকে আজও একটু প্রশান্তি দিতে পারিনা,
যন্ত্রণার কাটাগুলো বুকের ভিতর হাহাকার করে উঠে।
জীবন প্রভাতে স্বপ্ন দেখেছিলাম,
জীবন হবে আমার স্বপ্নের রূপকথার মতো,
অথচ আমার জীবনটা হলো
বড়ই এলোমেলো।