হাঁটতে গেলে হোঁচট খাবে
এটা জানা কথা,
তাই বলে কি বসে থাকলে
চলবে জীবনধারা।


ভালো কাজে বাধা আসবে
গুনীজনে বলে,
সেই ভয়ে থমকে গেলে
অন্ধকারেই পড়ে রবে।


ফুলের সাথে কাঁটা থাকে
এটাই চিরন্তন,
কাঁটার ভয়ে থাকলে দূরে
ফুলের সুবাস কেমনে পাবে।


শ্রমে শক্তি শ্রমে মুক্তি
এটা সবার জানা,
ঘামের ভয়ে গাছ তলাতে থাকলে পড়ে
জীবন কি আর হাসবে।


দুঃখ আসবে দুঃখ যাবে
এটাই নিয়তি,
দুখের ভয়ে থাকলে ঘরে
মেঘ হয়ে সুখতো যাবে উড়ে।


পরের ধনে পোদ্দারিতে
নেইকো মনের সুখ,
লাথি খেয়ে শূন্য হাতে নামবে যখন পথে
তখন তোমার কি হবে ভেবেছো কি মন ।