মাঝে মাঝে হতাশা ভর করে মনে,
এলো মেলো ভাবনায় জীবন থমকে দাঁড়ায়,
শূন্য লাগে চারিধার, নির্জীব মনে হয় জীবন!
তখন আর কিচ্ছু লাগে না ভালো,
মনে হয় হারিয়ে গিয়েছে জীবনের আলো!


যখন দেখি টানা বৃষ্টির পর
রৌদ্র খেলা করে,
আবার ;
টানা খরতাপের পর
প্রশান্তির বৃষ্টি নামে,
তখন আমার ভাবনারও রঙ বদলায়!
তখন মনে হয় জীবনটাই আসলে এমন!
জীবনের বাঁকে বাঁকে
আলো আঁধারের এই খেলায়,
আশার প্রদীপ জ্বালিয়েই চলতে হবে জীবন পথ।