চারিদিকে আজ শুধুই মৃত্যুর আলিঙ্গন,
টাকা পয়সা সব কিছু আছে
নেই সুচিকিৎসার গ্যারান্টি,
হাসপাতালে জায়গা নেই,
নেই পর্যাপ্ত আই সি ইউ,
মানবতারও আজ করুণ দশা।


এখন মাঝে মাঝে ভয় হয়,
প্রচণ্ড ভয় হয়,
কখনো কখনো রাতে ঘুম হয় না,
এই বুঝি থেমে গেলো জীবনের চাকা,
ভাবনার রাজ্যে পাড়ি জমাই,
সত্যিই যদি থেমে যায় জীবনের চাকা,
কি নিয়ে যাবো আমি মাবুদের কাছে,
পূন্যের একাউন্ট যে একেবারে ফাঁকা।
===============================


উৎসর্গ)) কবি শহীদ উদ্দীন আহমেদ


প্রিয়কবি শহীদ উদ্দীন আহমেদের
মৃত্যু ভাবনা ( সনেট)মন্তব্যে কয়েকটি লাইন লিখেছিলাম, প্রিয় কবির কবিতাটি আমার মনে দারুণ ভাবে নাড়া দিলো, তাই এই মন্তব্যে আরো কয়েকটি লাইন সংযুক্ত করে লিখলাম "জীবনের চাকা "নামক কবিতা। আর তাই এই কবিতা উৎসর্গ করলাম প্রিয় কবিকে।


প্রিয় কবি, আপনার সব কবিতাই প্রতিদিন পাঠ করি এবং ভীষণ মুগ্ধ হই।
আপনার প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা,
সদা ভালো থাকুন প্রার্থনা মহান আল্লাহর কাছে।
===============================