হে মোর প্রেয়সী
হে মোর স্বপ্ন সারথি 
তুমি কি জানো ,
তোমার মৌনতায়,
তোমার অবহেলায়,
ভালোবাসা একটুও কমেনি 
বরং ভালোবাসা বেড়েছে  শতগুনে। 


তোমার বিরহে,
তোমার প্রস্থানে,
মোটেও ভেঙে পড়িনি,
বরঞ্চ তোমার প্রতি অনুভূতি  বেড়েছে প্রবলভাবে।


এখন প্রতিরাতে অজস্র কথা হয়,
আত্মার সাথে আত্মার,
ভাব বিনিময় হয়,
মমতার আদান প্রদান হয়,
হৃদয় চলে আসে হৃদয়ের খুব কাছাকাছি ,
মনে হয় যেন ভালোবাসাবাসিতেই আছি,
ভালোবাসার স্বপ্নিল আবেশে । 


চলমান জীবনের শেষ প্রান্তে
যখন সত্তর পেরিয়ে বার্ধক্যে দাঁড়িয়ে ,
তখনও, যদি বেঁচে থাকি দু'জনে এই ধরাতে,
জীবনের অংক না হয় মিলিয়ে নেবো ,
তখন দু'জনে,
পৃথিবীর দুই প্রান্তে দাঁড়িয়ে 
মনের দিক থেকে
কে বেশি সুখী ছিলাম যাপিত জীবনে,
তুমি না আমি।