ইদানীং আমার চারিপাশে,
ঘিরে রেখেছে আমায়,
কষ্টগুলো অক্টোপাশের মতো।
আমার কষ্ট গুলো দেখে,
কবিতাও কাঁদে,আমার নিদারুণ কষ্টে।
আমি আমার কষ্ট তাও সইতে পারি,
কিন্তু, কবিতার কষ্ট,
কবিতার কষ্ট, আমি একদম সইতে পারি না।
কবিতার কষ্টের তীব্রতা সইতে না পেরে,
স্থির করি, আর কবিতাও লিখবো না,
কাঁদাবো না আর কবিতাকে।
কবিতা আমায় বলে,
দোহাই দোহাই এমন করো না,
পৃথিবীর সব তোমায় ছেড়ে গেলেও,
আমি যাব না, আমি থাকবো,
তোমার প্রেম হয়ে,তোমার ভালোবাসা হয়ে।
কবিতা আমায় কানে কানে বলে,
ভয় নেই বন্ধু,ভয় নেই প্রিয়,
আমি আছি, আমি থাকবো,
তোমার নিঃসঙ্গতায়,তোমার একাকিত্বে,
আমি থাকবো তোমার,
কষ্টের দিনগুলোতে ছায়াসঙ্গী  হয়ে।
তুমি আমার শরীরে লিখে যাও,
তোমার বেদনার কথা, তোমার লাল নীল কষ্টের কথা,
আমি তোমার হয়ে জানান দেবো সারা পৃথিবীকে।
তুমি লিখে যাও বন্ধু, তুমি থেমে যেওনা।