স্থির করেছি আজ আমি কষ্টের রাজ্যে পাড়ি দেবো,
কষ্টগুলোও আগাম জেনে ফেলেছে আমার মনোবাসনা,
তাদের রাজ্যে আজ কি আনন্দের বন্যা !
আমায় বরণে প্রস্তুতির যেন অন্ত নেই তাদের,
সেই কাক ডাকা ভোর থেকে
লাল নীল বেগুনি কষ্টগুলো
লাল গালিচা বিছিয়ে,ব্যান্ড ঢোল বাজিয়ে, লাল গোলাপ হাতে নিয়ে,
সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে আছে আমায় বরণ করে নিতে।


আমিও নিঃশঙ্কচিত্তে তাদের রাজ্যে পাড়ি দিতে রওয়ানা হয়েছি।


তাদের রাজ্যে পৌঁছামাত্রই তারা আমায় পেয়ে,
আপ্লূত,উল্লসিত,আনন্দিত ,
আমায় তারা বুকে জড়িয়ে নিল অকৃত্রিম ভাবে,
মনে হলো আমি যেন কষ্টগুলোর আরাধ্য অতিথি।


তাদের সাথেই শুরু করলাম নতুন জীবন,
তারাও আমায় আপন করে নিয়েছে তাদের মতো করে,
তাদের সাথেই ঘুরছি,ফিরছি,খাচ্ছি,
আমার সাথে ইদানীং তাদের ভীষণ ভাব,
আমিও এখন আর উদ্বিগ্ন নই !
কষ্টগুলোর সাথেই গড়েছি দারুণ সখ্যতা।