ব্যস্ত আমি ! আমাকে নিয়ে,
ফিরে তাকাবার কিঞ্চিৎ সময়
নেই আমার অন্য কোথাও।


নষ্ট হয়ে যাক সাজানো বাগান,
ধ্বংস হয়ে যাক অট্টালিকা,
লেলিহান আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক
ঘর বাড়ী দোকানপাট অফিস,
তাতেও ; কিচ্ছু যায় আসে না আমার !


লুপ্ত হয়েছে যেদিন
মানবতা সমাজ সংসার থেকে,
সেদিনই আমি ফিরিয়ে নিয়েছি মুখ,
পৃথিবীর সব কোলাহল থেকে।