রহস্যের চাদরে ঢাকা মানব জীবন,
কোন রহস্য লুকিয়ে আছে আগামীকাল!
কেউ জানে না ?


সর্বস্ব উজাড় করে দিয়েছি
নিঃস্বার্থভাবে,
পরিবার পরিজনের সুখ স্বাচ্ছন্দে
নিরাপদ সুখ ভোগ করছে সবাই আপন মনে,
দিনশেষে নেই কৃতজ্ঞতাবোধ।


পৃথিবীটাই যেন এক নিঠুর স্বার্থের খেলা,
পায়ের নিচের মাটি একটু শক্ত হলেই,
বিলকুল ভুলে যায় অতীতের সব কিছুই।


হোঁচট খেয়ে যখন পড়ে যাই
খাদের কিনারে,
নানা অজুহাতে সবাই চলে যায় ধীরে ধীরে দূরে,
এটাই বুঝি নিয়তির বিধান!


অজানা পথেই এখন হাঁটছি দিনের পর দিন,
ক্লান্ত শ্রান্ত দেহতরী নিয়ে অচেনা পথে!
শেষের ঠিকানা নেই জানা।