রাতভর ব্যস্ত ;নির্মম পৈশাচিকতায়
দিনের আলোর মহীয়ান ব্যক্তিবর্গ।
দিনের আলোতে তারা, মানবতাবাদী, জনদরদী, উদার,
সমাজসেবী,
ফুলের মতো পবিত্র তাদের চরিত্র।
অথচ,তাদের রাতের পৃথিবীর খবর কেউ কি রাখে?
রাতে ব্যস্ত তারা.....
জুয়ার টেবিলে লক্ষ টাকার ছড়াছড়িতে,
কিংবা মদ্যপানে রাজা সেজে
রাতভর;
বিবস্র নারীর কামুক দেহের নৃত্যর তালে তালে,
মেতে উঠা নারকীয় উল্লাসে।
রাত! তাদের নৈতিক অধঃপতনের  রাজসাক্ষী হয়ে
সোচ্চার প্রতিবাদে আদালতে দাঁড়াতে চায়,
কিন্তু, পারেনা তার সীমাবদ্ধতার কারনে,
তার প্রধানতম দুর্বলতা,
কথা বলতে না পারার জ্বালা।
তাই তো মহীয়ান ব্যক্তিবর্গের দেয়া যাতনা বুকে নিয়ে,
রাত হারিয়ে যায়,
অলীক স্বপ্নের সূর্যের হাসি দিনের আলোয়।
আর রাতের পশুসম দানবগুলোও হয়ে যায়,
দিনের আলোর মহীয়ান ব্যক্তিবর্গ।



রচনাকাল)  ১৪/০৫/২০০১
===============================


উৎসর্গ))-- কবি মোঃ আমির হোসেন।


আমার পাতায় আমি প্রেম বিরহের কবিতাই বেশি লিখি, আমার আজকের এই অন্যধারার কবিতা"মহীয়ান ব্যক্তিবর্গ" আমি উৎসর্গ করলাম আমার প্রিয় একজন কবি জনাব মোঃ আমির হোসেন সাহেবকে, যার সব কটি কবিতাই আমি মুগ্ধ হয়ে পড়ি এবং অভিভূত হই। প্রিয় কবি আপনার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টামাত্র, জানিনা কতটুকু ভালো লাগবে।
প্রিয় কবি আপনার সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করি।


===============================