কখনো কি মনে পড়ে,
অতীতের স্মৃতিময় মুহূর্তগুলো !
স্মৃতিময় মুহূর্তগুলো কখনো কি তোমায় আপ্লূত করে !
তোমার চোখের পাতা কি কখনো ভিজে যায় আনমনে !


যেভাবে আমায় ছুঁড়ে ফেলে গিয়েছিলে,
আমি আজও ঠিক সেভাবেই আছি।
এখনো আমি কবিতা লেখি,গান শুনি,রাতের আকাশের তারা গুনি।
এখনো আমি রোজ রাতে ব্যালকনিতে বসে
ভাবি তোমায়, শুধুই তোমায়।


এখন আমার পৃথিবী ছোট হতে হতে,
চার দেয়ালে বন্দী !
আমি এখনও তোমাকে নিয়ে
আমাতেই নিমগ্ন !
জীবনের সাথে করেছি সন্ধি,
এভাবেই যেন কেটে যায় জীবনের
বাকী দিনগুলো।


মনে আজ প্রশ্ন জাগে !
তুমি কি আমার সেই তুমিই আছো !
নাকি হারিয়ে গিয়েছো ,
নিজের অজান্তে জাগতিক নিয়মে!
একবার আয়নার সামনে দাঁড়াও,
ভালো করে তাকিয়ে দেখো নিজেকে,
চেয়ারায় কি পরিবর্তন দেখতে পাও !
একবার হৃদয়ের কথাগুলো
কান পেতে শুনো,
গভীর ভাবে অনুভব করো,
হৃদয়ের কোন অনুভুতি কি বুঝতে  পারো !
স্মৃতিময় মুহূর্তগুলো কি কখনো আমার  মতো
তোমাকেও ভাবায়! তোমাকেও কি কাঁদায় !