মনে কি পড়ে,
স্মৃতিময় সেই সব দিন রাত্রির কথা !
দিন রাত এক হয়ে যেতো গল্পে গল্পে,
তবুও যেন রয়ে যেতো না বলা অনেক গল্প  !


দু'জনার আবেগ অনুভূতি এক হয়ে যেতো,
বলা না বলা অনেক কথার ভীড়ে !
মিল অমিল আর স্বপ্ন কল্পনায়,
খুঁজে নিতাম দু'জনে জীবন অংক !


মান অভিমানে দূরে থাকতাম এক দুদিন,
তারপর, কখনো তুমি কখনো আমি,
অভিমান দূরে ঠেলে আবার ফিরতাম মধুময় গল্প রাজ্যে !


গান আর কবিতায় হারিয়ে যেতাম দু'জনায় ,
কবিতা ভালোবাসতে তাই লিখে শুনাতাম,
প্রেম বিরহের আবেগী কথামালার কবিতা,
আমার কবিতায় মুগ্ধ হয়ে আবেগে ভাসতে রাত্রিদিন !


হটাৎ কোন অভিমানে না বলে হারিয়ে গেলে,
আমায় একাকিত্বের অন্ধকারে নিমজ্জিত করে।
তোমার বিয়োগ ব্যথায় আমি আজ অসহায় !
জীবন থমকে গেছে বিষাদের নীল বেদনায়।


কোথায় আছো ! কেমন আছো !  
জানতে খুব ইচ্ছে হয়,
আমি তো আজও ভুলিনি সেই সব দিনগুলোর কথা,
মনে কি পড়ে,
তোমার স্মৃতিময় সেই সব দিন রাত্রির কথা !