নারী,
তুমি অপূর্ব সুন্দর, তুমি অপরূপা,
তুমি মনোহারী,তুমি চিত্তহারী,
তুমি রাতের আকাশের ধ্রুব তারা,
তুমি চৈত্রের খরতাপের মাঝেও প্রশান্তির শীতল হাওয়া।


নারী,
তোমাদের ভালবাসতে সবার মন চায়,
সবাই তোমাদের কাছে পেতে চায় আপন করে,
তোমরা ধরা দাও সবাইকে
কিন্তু একরূপে নও, ভিন্ন রূপে!
কাউকে ধরা দাও প্রেমময়ী হয়ে,
আবার কাউকে ধরা দাও ছলনাময়ী হয়ে,
কাউকে ভালবাসার উষ্ণ পরশে রাঙিয়ে দাও তার ভূবন,
আবার কাউকে বিরহ ব্যথার আগুনে পুড়িয়ে মারো সারা জীবন,  
তোমাদের ছোঁয়া পেয়ে কেউ পায় স্বর্গের সুখ,
আবার তোমাদের ছোঁয়ায় কারো জীবনে নেমে আসে নরকের দুখ।


নারী,
তোমরা সবই পারো,
বাঁকা চোখের ঈশারায় হাসাতে পারো,পারো কাঁদাতে।
পারো আকাশে উঁড়াতে,পারো জলে ভাসাতে।


নারী,
মিনতি তোমাদের
দুঃখ দিওনা কাউকে, দিওনা বিরহ ব্যথা,
সুন্দর এই বসুন্ধরায়
উজাড় করে দাও শুধুই ভালোবাসা।


রচনাকাল > ২৪ মে ২০০০সাল