ভেবেছিলাম, ভীষণ অভিমানে হয়তো তুমি আড়াল করে রেখেছো তোমাকে,
আমার সকল দৃষ্টির সীমানা থেকে।
ভেবেছিলাম, হয়তো তুমি অদৃশ্য হয়ে লুকিয়ে আছো,
আমার পৃথিবীর কোন এক ঝোপ ঝাড় অথবা জঙ্গলে।
নীরব অভিমানে আমিও খুঁজতে যাইনি তোমাকে,
এই ধরনীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে,
আসমান জমিন কিংবা পাহাড় সাগরে !
আজ যখন মনের একান্ত অনুভবে,
খুঁজতে গেলাম তোমায়,
অবাক বিস্ময়ে আবিষ্কার করলাম,
তুমি নিখোঁজ !
তোমার পদচিহ্ন নেই,
বিশাল এই অবনীর কোন প্রান্তকোণে ,
চেনাজানা সব অলি গলি পথ খুঁজে,
তোমার ছায়া পেলাম না কোথাও,
এমন নিখোঁজ হলে তুমি,
আমার ভূবনের চিরচেনা সব জায়গা থেকে।