ক্লান্ত দিনের আলো পেরিয়ে, যখন আসে নিঝুম রাতের আঁধার,
ধীরে ধীরে রাত্রি যখন গভীর  থেকে গভীরতর হয়ে যায়,
ব্যস্ত নগরীর কোলাহল, গাড়ির হর্ন, মানুষের চলার শব্দ,
সবই যখন মায়াবী রাতের শীতল পরশে হারিয়ে যায়,
আমিও যখন নরম বিছানায়, শরীরটাকে বিলিয়ে দিই,
ঠিক তখনও নেই আমার দুটি চোখে ঘুমের কোন লক্ষণ।
বালিশে মাথা রেখে যতই চেষ্টা করি নিদ্রাপুরীতে যাওয়ার,
বুকের জমিনে বিদ্যমান হতাশার আগাছাগুলো বারংবার,
বুকটাকে জড়িয়ে ফেলে, বাড়িয়ে দেয় হতাশার তীব্রতা।
তখন নরম বিছানা ছেড়ে উঠে এক পেয়ালা জল খেয়ে,
ভুলে যেতে চাই বুকে বিদ্যমান হতাশার অবগাহন।
আবার বিছানায় শরীর, বালিশে মাথা রেখে,
চেষ্টা চালিয়ে যাই নিদ্রা পুরীতে যাওয়ার,
তবুও শত চেষ্টা করে পারিনা যেতে স্বপ্নের নিদ্রাপুরীতে,
বুকে বিদ্যমান হতাশার আগাছাগুলো পুনর্বার
আমায় ক্ষত বিক্ষত করতে থাকে,
আর এভাবেই কাটে আমার প্রতিটি রাত !  নির্ঘুম রাত।