বলার ছিল অনেক কথা,
তুমি শুনলে না।
জানার ছিল অনেক কিছুই,
তুমি বললে না।
হঠাৎ আমায় বিস্মিত করে নীরবে চলে গেলে,
সেই অভিমানের কারণ রয়ে গেলো আজও অজানা !


এভাবে চলে যাওয়ার মানে কি ছিলো !
আজও আমার ভাবনায় আসে না।
আমি না হয় কষ্ট নিয়েও বেঁচে আছি,
কষ্টের সাথে ঘর বেঁধেছি।


কিন্তু ; তুমি ?
তুমি কি সুখের বন্দরে নোঙ্গর করতে পেরেছো ?
তুমিতো সুখের সাগরে বেঁচেও মরেই আছো !