রাগ বিরাগ অভিমান কিংবা ক্ষোভ
কোনটাই নেই তোমার সাথে আমার,
এই মনের একান্ত আকুতি একটাই
শুধুই তোমায় ভালোবাসার অনন্ত অধিকার।


চাওয়া হয়তোবা হয়না পাওয়া
হয়তো নেই আমার সেই ভাগ্য,
তবুও যা পেয়েছি তাতেই আমি কৃতজ্ঞ
যতটুকু পেয়েছি সেটারও তো নই আমি যোগ্য।


তোমার হাসি মাখা মুখ, সুখের জীবন
সেটাই আমার একান্ত কাম্য,
যে ভাবে অন্তরে দিয়েছো ঠাঁই
তাতেই আমি যে চির ধন্য।


এভাবেই যদি কেটে যায় জীবন
যাক না, কেটে যাক,
তোমার ছায়ায়,তোমার মায়ায়
সারাটি জীবন থাকনা, এভাবেই থাক।


কখনো যদি কষ্ট পেয়ে যাও
আমার কথা কিংবা আচরণে,
মনে ঘৃণা জমিয়ে না রেখে
ক্ষমা করে দিও তোমার নিজ গুণে।


তোমার প্রতি আমার এই ভালোবাসা
জেনে রেখো থাকবে যুগ যুগান্তর,
আমারও প্রবল চাওয়া
আমিও থাকতে চাই তোমার মনে নিরন্তর।