আচমকা ঘূর্ণিঝড়ের মতো এসেছিলে আমার পৃথিবীতে,
দমকা হাওয়ার বেগে চলে গেলে আমায় নিঃসঙ্গ করে,
চলে গেছো,যাও!
আমার কোন দুঃখ নেই,ক্ষোভ নেই,
তবে আছে একবুক হতাশা,
আর বুকের বাম পাশে পাহাড়সম কষ্ট ।


এই আসা যাওয়ার মাঝখানের কিছুদিন তুমি আমার পৃথিবীতে দিয়ে গেলে,
তাপদাহ,খরা,ঝড়,তুফান,বৃষ্টি,বিজলি চমকানো গগনবিদারী গর্জন,বজ্রপাত,বন্যা।  


তোমার ভয়ংকর ধ্বংসযজ্ঞে আমি
বিপর্যস্ত,নিশ্চিহ্ন,নিঃস্ব।
যা ছিল সঞ্চয় আমার
সব কিছুই তোমার তাণ্ডবে লণ্ডভণ্ড।


আমার পৃথিবীতে এখন আর
শান্তি নেই, স্বস্তি নেই,আনন্দ নেই,রস নেই, ঘ্রাণ নেই,প্রাণ নেই,
আছে শুধু হতাশা আর বিমর্ষতা,
জীবনকে এখন আর উপভোগ্য মনে হয় না,
সব হারিয়ে এখন আমি নিঃসঙ্গ।