দুই হৃদয়ের অলিখিত চুক্তি ছিল,
ভাসমান ভালোবাসার জাহাজে
যদি কভু আসে
আবেগী মনে প্রবল দমকা হাওয়া
কিংবা রাগ অভিমানের ঝড় ঝঞ্জা,
সামাল দেবো দু'জনে
দক্ষ নাবিকের মতো।
অথচ; সামান্য ঘূর্ণিঝড়ের আশংকায়,
তুমি অলিখিত চুক্তি ভঙ্গ করে
নিরাপদ আশ্রয়ে নেমে গেলে সুখের প্রবাল দ্বীপে!
আর আমি আজও ;
রয়ে গেছি ভাসমান ভালোবাসার জাহাজে
অলিখিত চুক্তি ভঙ্গের দায় এড়াতে!