মায়ের গর্ভে জন্ম নিয়েছি মানুষের আকৃতিতে,
হেসে খেলে শিশুকাল কেটে গেছে  আদর সোহাগে।
কৈশোর পেরিয়ে যৌবনের প্রান্তলগ্নে মানুষই ছিলাম,
তারপর;
ধীরে ধীরে কিভাবে যে অমানুষে রূপান্তরিত হলাম !
উপলব্ধি করতে পারিনি নিজেই।


এখনো দেখতে আমাকে সেই মাতৃগর্ভ থেকে বের হওয়া মানুষই মনে হয়।
আকৃতিতে, অবয়বে, দেখতে আমি পুরোটাই মানুষ।
কিন্ত; আমার ভিতর যে পুরোটাই অমানুষী স্বভাব।


এই যে মনে করো,
আমি তোমাদের সাথে দিব্বি ঘুরছি, ফিরছি,
ভাবছো, আপাদমস্তক মানুষ আমি  !
কিন্তু, আমার ভেতরের অমানুষটাকে কি কখনো উপলব্ধি করতে পেরেছো !
হিংস্র প্রাণীরও মাঝে মাঝে মনে মায়া জন্মে,
আমার ভেতর সেটার অস্তিত্ব কি খুঁজে পাচ্ছো !
আমিতো দানবের মতো  হা করে আছি,
সামনে যা পাচ্ছি, সবই খাচ্ছি,
গরীবের কষ্টে জমানো অর্থ খাচ্ছি,
অসহায়ের জমি খাচ্ছি,নদী খাচ্ছি,পাহাড় খাচ্ছি,
চোখের সামনে যা আসছে,সবই খাচ্ছি।


স্বার্থের কাছে আমি অন্ধ,বিবেক আমার বন্ধ।
স্বার্থ সিদ্ধিতে নেই আমার লজ্জাবোধ ।
আমি মানবতা চিবিয়ে খাই,
অসহায়ের বুকে অনায়াসে  লাথি মেরে যাই।


এই সমাজে আমি মান্য, সম্মানীয়,
আম জনতা করে আমায় কুর্নিস,
সামনে পিছনে থাকে আমার কতো অনুগত।
চলনে বলনে দেখতে লোক সমাজে আমি পুরোদস্তুর মানুষ,
তবুও যে আমার ভেতরটা পুরোটাই অমানুষ।


===============================
১০০ তম কবিতা
___________


উৎসর্গ)) >>> বাংলা কবিতা, এই আসরের সকল সম্মানিত প্রিয় কবি এবং অবশ্যই স্বপ্নের জগতে বাস করা অনন্ত প্রেমময় হৃদয়।
===============================
আসরে যোগ দিয়েছিলাম ১৮/০২/২০২১ "তুমি আমি আর মন" এই কবিতা দিয়ে আজ "অমানুষ " এই কবিতা দিয়ে আমার শততম কবিতা পূর্ণ করলাম,যা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে,কারণ;আমি কবিতা লিখার মানুষ নই,কবি নই। এই পথচলায় আমি কৃতজ্ঞ বাংলা কবিতা এবং আসরের সম্মানিত প্রিয় কবিদের কাছে,যাদের উৎসাহ অনুপ্রেরণায়  আমি এই পথ পর্যন্ত আসতে পেরেছি, আমি সবার কাছে ঋনী ও কৃতজ্ঞ।


এবং অবশ্যই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা স্বপ্নের জগতে বাস করা অনন্ত প্রেমময় হৃদয়ের প্রতি যার জন্য আমার কবিতা লিখা শুরু, যার উৎসাহ  ও অনুপ্রেরণা আমার কবিতা লিখার প্রাণশক্তি,যার জন্য এখনো কবিতা লিখার মানসিক শক্তি পাই এবং লিখে যাই।


পরিশেষে, সবার সু-স্বাস্থ্য, সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করছি,আমার জন্যও সবার কাছে দোয়া কামনা করছি।


===============================