স্কুল জীবনে অংকে বড্ড কাঁচা ছিলাম,
যোগ বিয়োগ আর পূরণ ভাগের
সমীকরণ মিলাতে হিমসিম খেতাম,
এস এস সি পরীক্ষায় টেনেটুনে তেত্রিশে
কলেজের বারান্দায় পা রাখলাম।


যৌবনে প্রেমিকার পিছনে ছুটতে ছুটতে,
টক ঝাল মিষ্টিতে সময় কাটতো,
কখনো মেঘ,কখনো বৃষ্টি আবার কখনো তীব্র খরায় কেটে যেতো রাতদিন,
প্রাণপন চেষ্টায়ও প্রেমিকার মনের অংক মিলাতে পারিনি।


ব্যবসায়ীক জীবনে লাভ লোকসানের অংক,
প্রতিনিয়ত কঠিন থেকে কঠিনতর হয়ে যায়,
আয় ব্যয়ের হিসাবে আমি বড্ড বেহিসাবি,
লাভ দেখতে দেখতে লোকসানে শূন্য হয়ে যাই।
মাথার ঘাম পায়ে পড়ে তবুও লাভ লোকসানের অংক মিলাতে পারিনি কখনো।


সংসার জীবন কঠিন ভীষণ,
অতল সাগরের মতোই কূল কিনারা নাই !
শূন্যতা,হতাশা,স্বার্থপরতায় দিন কেটে যায়,
তাই জীবনে এখন আর যোগ বিয়োগের অংক করিনা,
পূরণ  আর ভাগেই জীবনের গান গাই।