প্রতি রাত জেগে থাকি
একটি স্বপ্নে বিভোর হয়ে
দীর্ঘ রাত কেটে যায়
স্বপ্ন আমার দেয়না ধরা
তখন আমি স্বপ্নহীন হয়ে যাই।


কখনো আমি কবিতা লিখি
একটি  হৃদয়কে নিয়ে
দীর্ঘ কবিতা লেখার পর
মনে হয়, হয়নি আমার কবিতাখানী
তখন ছিঁড়ে ফেলি কবিতার সেই কাগজখানী।


সারাক্ষণ আমি মগ্ন থাকি
একটি হৃদয়ের কল্পনায়
যখন দেখি হৃদয়টি পাথরের তৈরি
তখন কষ্টের তীব্রতায় জ্বলে পুড়ে মরি।


প্রতিক্ষণ প্রতীক্ষায় কাটে
একটি সু-সংবাদের আশায়
দীর্ঘ প্রতীক্ষার পরও যখন
আসেনা আমার আকাঙ্ক্ষিত সু-সংবাদ
তখন আমি নিঃশেষ হয়ে যাই।


এই প্রতীক্ষার অবসান জানি হবেনা
এই হৃদয়কে জানি যাবেনা ভুলা এই জীবনে
কষ্টের তীব্রতা বুকে নিয়ে
তবুও না হয় প্রতীক্ষায় থাকবো অনন্তকাল।