জীবন যুদ্ধে তপ্ত মরুপথে অনেক ঘাত প্রতিঘাত পায়ে মাড়িয়ে,
দুঃখ যন্ত্রনা কষ্টের কশাঘাতে জর্জরিত ভগ্ন হৃদয় নিয়ে,
দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অনেকটা কাল পেছনে ফেলে এসেছি বিজয়ের বেশে আজ এই মোহনায়।


ফেলে আসা এই পথ আমার ফুলেল ছিলনা,
ছিল কণ্টকাকীর্ণ, ছিল অসমতল।
মনে ছিল অদম্য বল,হৃদয় ছিল পাথরসম শক্ত,
মাঝে মাঝে হয়তো ভেঙেছি কিন্তু চুরমার হইনি।
তথাপি, দুঃখ কষ্ট যন্ত্রণাকে বুকে ধারণ করে, এসে দাঁড়িয়েছি আজ এই বন্দরে।


কিন্ত,কি আশ্চর্য !
আজ এই অবেলায়,
অবিনাশী প্রেমের মায়ার যাদুতে,আমার পাথর হৃদয় আজ,
ভেঙে টুকরো টুকরো,
ভগ্নাংশ টুকরো পাথরের ন্যায় অসহায় অযত্নে আজ এই হৃদয় পড়ে আছে যাচ্ছে তাই ভাবে।
এই হৃদয়ের এমন অসহায় আত্মসমর্পণ যেন আমার কাছে সপ্তাশ্চর্যের মতো।


মনোবল আত্মবিশ্বাস সবই আজ,
পরাজিত সৈনিকের মতো ভীত সন্ত্রস্ত,
অসহায়ত্ব আমার হৃদয়কে করেছে গ্রাস।
জীবন যুদ্ধের এই বাঁকে এসে আমার উপলব্ধি,
আমি পরাজিত এক যুদ্ধা,
প্রেম প্রেম এই যুদ্ধ
আমায় করেছে ক্ষত বিক্ষত, রক্তাক্ত।
আমি অসহায়,আমি নিঃশ্বেস,আমি পরাজিত।