ঝাপসা স্মৃতিগুলো আজকাল
চোখের সামনে ভেসে উঠে
দূর আকাশের তারার মতো।
অস্পষ্ট তারাগুলো মনের অজান্তে  
ক্ষণিকেই আমায় করে দেয় বেসামাল।


অযুত লক্ষ কথামালার,
অল্পকিছু কথা ছিন্নভিন্ন করে দেয়
পুনরায় আমার ভাবনার জগতটাকে।
খেই হারিয়ে ফেলি বাস্তবতার।
বিমর্ষ, উদভ্রান্ত, করে ফেলে আমায় ঝাপসা স্মৃতিগুলো।


মাঝে মাঝে মনে হয়,
এই পৃথিবীতে আমি চরম বোকা,
বোকাই যদি না হতাম,
কখনো কি আমায় পারতে দিতে এমন ধোকা।
তাইতো বেলা শেষে আমার এই জীবন শুধুই  বর্ষাময়।
তুমি ভীষণ বুদ্ধিমতি,
তাই তোমার জীবন আজ বসন্তময়।

আজ এই অবেলায় এসে উপলব্ধি হয়,
বেশি ভালো ভালো নয় !
হৃদয়ের মানবিক ভাবনায়,
আজ আমি নিঃস্ব,আজ আমি বড়ো অসহায়।