সাদাকে কালো ভেবে,কালোকে সাদা,
নিজের সাথে নিজেই করছি প্রতারণা বেহুদা।
যতটুকু নেই আমি, ভাব ধরি তারও চেয়ে বেশি,
মিথ্যে অভিনয়ে যেন আমি মহাখুশি।
মিছে মায়ায় জড়াইয়া আসল মায়া হেলায় ফেলিয়া,
পথে পথে অবিরাম মরি শান্তি খুঁজিয়া।
আপনকে করিয়া পর, পরকে করিয়া আপন,
জীবন রঙ্গমঞ্চে করছি অভিনয় সারাক্ষণ।