লোক সমাজে নীতি কথায় হই বলীয়ান
অন্তরে হীনমন্যতা সরবে বহমান।
নীতি নৈতিকতা মুখে করি লালন
অন্তরে করি বিষবৃক্ষ রোপন।
অন্যের সুখে......
মুখে শুকনো হাসি ফুটাই,
অন্তরে হিংসার পাহাড় বোঝাই।
অন্যের দুঃখে.....
চেহারায় সহানুভূতির ভাব দেখাই,
অন্তরে আনন্দের বৃষ্টি নামাই।
নিজকে খুঁজিনা নিজের মাঝে
অন্যের মাঝে খুঁজে বেড়াই।
পাপ পূন্যের হিসাব কষিনা
সুখ শুধু খুঁজে বেড়াই।
পরনিন্দা মন্দ জেনেও
পরনিন্দায় পাপ জমাই।


===============================


উৎসর্গ)) - কবি সুমিত্র দত্ত রায়।


বাংলা কবিতায় আমি দুই মাস হলো এসেছি,সেই প্রথম দিন থেকেই যাদের উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি তাদের মধ্যে অন্যতম প্রিয় কবি সুমিত্র দত্ত রায়। যদিও তাঁর আসল নাম সংকেত চট্টোপাধ্যায়।
দাদার কবিতার একজন বড়ো ভক্ত আমি, দাদার প্রতিটি কবিতাই মন্ত্রমুগ্ধের মতো পাঠ করেছি এবং কিছু না কিছু শিখেছি।


প্রিয় কবি ১৪৫০ তম ল্যান্ডমার্কে
পৌঁছানোয়,  আমার পাতায় আজকের প্রকাশিত আমার "পাপ জমাই" কবিতাটি প্রিয় কবি সুমিত্র দত্ত রায় দাদাকেই উৎসর্গ করলাম।


প্রিয় কবি, আপনার সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করি।


===============================