প্রিয় নীল আকাশ,
দীর্ঘ দিবস রজনী কেটে গেলো
অভিমানী মৌনতায়!
যেন পণ করেছি,বিচ্ছিন্ন থাকবো দু'জন আমরণ!
জানিনা তুমি কেমন আছো!
মনের বিশ্বাস, ভালো আছো, সুখে
আছো!


প্রিয় নীল আকাশ,
আমি কেমন আছি?
শুনতে চাও?
আমি ভালো নেই,একদম ভালো নেই।
আমি এখনো তন্ময় তোমার স্মৃতিতে,
তুমি এখনো আছো আমার সমস্ত অস্তিত্ব জুড়ে,
তোমার সাথে কাটানো সময়ই,
আমার জীবনের শ্রেষ্ঠ সময়।
জানি তুমি তা বিশ্বাস করবে না,
ভাবছো,আনুকুল্যে পেতে বলছি,
একদম না,
তুমি বিশ্বাস করো আর নাই করো,
এটাই চরম সত্য এবং বাস্তব।


প্রিয় নীল আকাশ,
সত্যি করে বলতো,
তোমার অনুভবে আমি কি আর নেই!
তোমার স্বপ্নে কি আমি মাঝেমধ্যে আসি না!
চায়ের কাপে যখন চুমুক দাও,তখন কি মনে পড়েনা আমায়!
ভাবনায় কি দোলা দেয়না আমার স্মৃতি!
ম্যাসেঞ্জারের শব্দে কি চমকিয়ে উঠো না!
জানি, সত্যটা বলবেনা!


প্রিয় নীল আকাশ,
তোমাকে বিব্রত করতে চাইনা,
কষ্ট দিতেও আর চাই না।
সুখগুলো তোমায় উপহার দিয়ে,
কষ্টগুলো না হয় আমিই নিয়ে নিলাম।
কষ্টগুলোই থাক আমার, একান্তই আমার।