প্রিয় নীল আকাশ,
কেমন আছো ?
জানি,ভালো আছো,ভীষণ ভালো,
তোমার ভালো থাকাটাই যে আমার পরম চাওয়া।


প্রিয় নীল আকাশ,
জীবন প্রবাহের চলমান ধারায়
জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মেই কিন্তু,
মন !
মন, সে তো এক আজব জিনিস,
রাত নেই,
দিন নেই,
সে যে শুধুই তোমারই ভাবনায় অস্থির সারাক্ষণ !
কি যাদু
কি মোহ
ছিল সেই ক্ষণগুলোতে,
যে এক সেকেন্ডের জন্যও মন ভুলে না সেই সব অযুত স্মৃতি!


মনে কি পড়ে,
বলেছিলে,ভুলবেনা কোনদিন!
তাহলে আজ কি হলো,
ভুলেই গেছো?  
নাকি,
রেখেছো মনে !
নাকি,
সেগুলো শুধুই আবেগের ফুলঝুরি ছিল !


মনে কি পড়ে,
বলেছিলে,তুমি কষ্ট পাও,
সেটা আমি কোন দিন চাইবো না ,
তাহলে আজ!
আজ আমি কি খুব সুখেই আছি তুমিহীনা !
নাকি,
সেগুলো ছিল নিছকই কথার কথা !  


মনে কি পড়ে,
বলেছিলে,তোমার সাথে কথা বলা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না !
সেটা কি তোমার মনের কথা ছিল !
নাকি,
ক্ষণিকের আবেগ!
নাকি,
ছিল শুধুই ছলনা !


মনে কি পড়ে,
আমার একটু ব্যথায়,
কান্নায় তোমার দু'চোখ হয়ে যেতো লাল !
আর আজ,
পাহাড় সমান ব্যথা এই বুকে,
আজ কি প্লাবন হয় তোমার দু'চোখে!
নাকি,
সেটা ছিল শুধুই কৃত্রিমতা !


প্রিয় নীল আকাশ,
ভুলে গেছো,
তুমি ভুলে যেতেই পারো,
এটা খুব স্বাভাবিক,
সুখকেই যে তুমি বড্ড বেশি ভালোবাসো!
কারণ, সুখ আর তুমি সমার্থক !
কিন্তু আমি,
আমি সুখের কাঙাল নই,
আমি সম্পর্ককেই গুরুত্ব দেই,
তাইতো, আমি এখনো ভীষণ ভালোবাসি তোমাকে,
এখনো তোমার স্মৃতিগুলো করছি লালন,
এখনো স্বপ্নে করি তোমার সাথে কথোপকথন,
এখনো আঁকড়ে ধরে আছি দুঃখটাকে।
আমি দুঃখ ভালোবেসে,
দুঃখকে সাথী করে সুখের বন্দরে পৌঁছতে চাই।
কণ্টকাকীর্ণ ভয়াল পথ পাড়ি দিয়ে আমি গোলাপের গন্ধ শুকতে চাই।


প্রিয় নীল আকাশ,
বিব্রত করতে চাইনা,
দুঃখ দিতেও চাই না,
দুঃখ ভালোবেসেই তো আমি বেশ সুখে আছি, মহা সুখে!
জানি অন্ধকার ভেদ করেই আলো আসে,
সেই আলোর অনন্ত প্রতীক্ষায় রইলাম।