প্রিয় নীল আকাশ,
পত্রের প্রারম্ভে শুভেচ্ছা নিও,
অন্তরের অন্তস্থল থেকে রইলো গভীর ভালোবাসা।
অনেক ভালোবাসি তোমায়,
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তোমার বসবাস,
একান্ত বিশ্বাসে মনের আবেশে
অনন্ত গভীরতায় নিকষিত আমার এই ভালোবাসা।
এই ভালোবাসা অবিনশ্বর।


প্রিয় নীল আকাশ,
তোমার ভালোবাসায় আমি এমনই উন্মাতাল,
দিন হউক রাত হউক আমি, তুমি নীল আকাশের নিচেই রাত্রিদিন করি পারাপার।


প্রিয় নীল আকাশ,
দিনে যখন প্রচন্ড সূর্যের তীব্রতা অনুভুত হয়,তখনও আমি আমার অবস্থান থেকে এক পা পিছাই না, তোমার ভালোবাসায় এই প্রচন্ড  তীব্রতা উপভোগ করি।


প্রিয় নীল আকাশ,
তুমি যখন বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দাও, তখনও আমি পালাই না, তোমার ভালোবাসার পরশে ভিজে একাকার হই।


প্রিয় নীল আকাশ,
তুমি যখন ঝড়,তুফানে বিদ্যুৎ চমকাও,গগনবিদারী  গর্জন করো,
আমি স্তব্ধ হই,নির্বাক হই,বাকরুদ্ধ হই, স্থবির হই,
তথাপি,তোমার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হই না, ছেড়ে যাই না তোমায়।
তোমার বিদ্যুৎ চমকানো  বজ্রপাতে প্রাণ বিলীন হতেও রাজি,তবুও তোমায় ছাড়তে রাজি নয়।


প্রিয় নীল আকাশ,
রাতে যখন ঘোর অন্ধকার,
তখনো আমি নির্ঘুম থেকে, অ'পলক দৃষ্টিতে তোমার বুকে চাঁদটাকে খুঁজতে থাকি,
তোমার থেকে সহস্র মাইল দূরে থেকেও তোমার শরীরের তারাগুলোর প্রতি দৃষ্টি রাখি।


প্রিয় নীল আকাশ,
সুখে দুঃখে আনন্দ বেদনায় আমার পথ চলা তোমায় ঘিরে।
শত অভিমান, পাওয়া না পাওয়ার বেদনায়,
অপমানে, লাঞ্চনায়, ক্ষোভে, ঘৃণায়
আমি আছি তোমার পাশে, তোমার সাথি হয়ে।


পরিশেষে ,
প্রিয় নীল আকাশ,
ভালো থেকো, শান্তিতে থেকো
তোমার সুখ স্বাচ্ছন্দই আমার একান্ত কাম্য।
শুধুই জেনে রেখো ভালোবাসি অনন্ত।


                                         ইতি
                                       পাতাল।