প্রিয় অভিমানী,
অভিমানের আগুন কি এখনো নেভেনি !
আর কতটুকু আমার এই হৃদয় পোড়লে,
তোমার হৃদয় শান্ত হবে।
আর কতটুকু অশ্রু ঝরালে,
তোমার হৃদয়ের আলো জ্বলবে।


ভালোবাসা থাকুক কিংবা নাই থাকুক,
মায়া তো ছিল মনে কিঞ্চিৎ হলেও,
সেই মায়ার টানে একটুও কি উপলব্ধি হয়না,
আমার হৃদয়ের তীব্র যন্ত্রণা।


প্রিয় অভিমানী
আজ খুব মনে পড়ছে তোমায়,
নিস্তব্ধ রাতে স্মৃতিময় এলোমেলো ভাবনায়,
আনমনে চোখের পাতা ভিজে যায়।


মধুর সেই ক্ষণগুলো চুপিসারে
হৃদয়ে নাড়া দিয়ে যায়,
মাঝে মধ্যে আমার মতো মনের অজান্তে,
স্মৃতিগুলো কি তোমাকেও ভাবনার নীল দিগন্তে নিয়ে যায়!


সম্পর্কের বাধন ছিন্ন করা যায় খুব সহজেই,
অনুভব অনুভূতি যায়না মুছা,
থেকে যায় আজীবন হৃদয়েই,
বিরহের অনলে শুধুই জ্বলে পুড়ে মরা।