অশান্তির তীব্র আগুনে পুড়ছে মন সারাক্ষণ,
সুখ যেন হঠাৎ ফাঁকি দিয়ে হারিয়ে গেলো গহীন বন।
দুখের পরে সুখ কিংবা সুখের পরে দুখ,
এটাই যে জাগতিক নিয়ম জেনেও মনে বেঁধেছে অজানা অসুখ।
আপন ভেবে যার জন্য এতো করলাম জীবন ভর,
একটু সুখের পরশে অকারণে চলে গেলো আজ সে বহু দূর।
সব কিছু উজাড় করে যার সুখের জন্য দিলাম  জীবনের বসন্তকাল  নিলাম,
মনে আজ প্রশ্ন জাগে আমার অসময়ে তার কাছ থেকে আজ আমি কি পেলাম ?
আজ সে মহাসুখে মুখ ফিরিয়ে নিল আমার দুখে।
জীবনের বাস্তবতায় দাঁড়িয়ে আজ আমি বিরাট ধাক্কা খেলাম,
এই বুঝি ছিল মোর আপন ভেবে সর্বস্ব বিলিয়ে দেয়ার প্রতিদান !