আমি কষ্টের পাহাড়,
আমি কষ্টের সাগর,
আমি কষ্টের মরুভূমি,
তুমি আমায় আর কি কষ্ট দেবে !


আমি বিরহের বৃষ্টি,
আমি বিরহের পাথর,
আমি বিরহের অগ্নি,
তুমি আমায় আর কি বিরহ দেবে !


কষ্ট কিংবা বিরহ
যতটুকু দিয়েছো আমায় তুমি,
তার চেয়ে ঢের বেশি
কষ্টের তীব্রতায়,বিরহের আগুনে
পুড়ছো তুমি।


হলফ করে বলতে পারি,
তুমি ভালো নেই,তুমি সুখে নেই
যতটুকু বেদনায় সিক্ত আমি,
তার চেয়ে দ্বিগুন বিরহ ব্যথায়
প্রতিনিয়ত জ্বলছো তুমি !