সম্পর্কের বাঁধন ছিন্ন করে,
যেদিন তুমি চলে গিয়েছিলে নীরবে,নিভৃতে,
সীমাহীন কষ্টের তীব্রতায় আমি ছিলাম বাকশক্তিহীন !
আগ্নেয়গিরির লেলিহান দাবানলে
অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলছিল আমার হৃদয় !
ভস্মীভূত ছাঁই হয়ে আকাশে উড়ছিল আমার অধরা স্বপ্নগুলো !
ভাবনার আকাশ প্রকম্পিত হচ্ছিল তীব্র আর্তনাদে,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে ছিল দু'চোখে !


তুমি হয়তো তখন,
দূর আকাশে উড়ে উড়ে দুষ্টু পরীর মতো,
পুস্পের হাসি হাসছিলে মিটিমিটি,
এমন বিরহের চিত্রনাট্য হয়তো তোমার জীবন গল্পে নতুন ছিলনা!
হয়তোবা জীবনের এই প্রান্তে এসে
তুমি আবার উপভোগ করতে চেয়েছিলে
তোমার অতীতের ছলনাময় সংখ্যাহীন প্রেমের কিছুটা দৃশ্য নতুন করে !


দূর্ভাগা আমি ! বুঝতে পারিনি,
তোমার নিখুঁত প্রেমের অভিনয় !
সরল মনে অকৃত্রিম ভালোবাসায়
সাজাতে চেয়েছিলাম সুন্দর একটি ফুলের বাগান।
আফসোস ! ফুলের সুবাস নয়, কাঁটার আঘাতে রক্তাক্ত হলো এই পোড়া হৃদয় !