পুরানো বন্ধু, পুরানো আড্ডা,পুরানো জলসা,
পুরানো ভালোবাসা,পুরানো সভ্যতা,পুরানো জীবনধারা,
নিয়ে যায় আমায় পুরানো স্মৃতিতে ।
নব দিগন্ত, স্বপ্নীল জাগরণ,
নতুন প্রেম,নতুন অর্জনের মোহ,
কিছুই আমায় ফেরাতে পারেনা
পুরানো স্মৃতির মায়াবী পরশ হতে।
নব দিগন্তের দৃস্টি নন্দন কৃস্টি কালচার,
হৃদয়ে মোটেও জাগায়না কোন অনুভূতির।
হৃদয়ের অনুভূতিগুলো পুরানো মায়ার জ্বালে,
মরীচিকার আবরনে বিদ্ধ হয়ে গেছে,
মানুষের উপর ভর করা প্রেতাত্মার মতো।


===============================
উৎসর্গ)) কবি শঙ্খজিৎ ভট্টাচার্য।


আমার আজকের এই "পুরানো জীবনধারা" কবিতাটি আমি উৎসর্গ করলাম এই আসরের আমার খুবই একজন প্রিয় কবি শঙ্খজিৎ ভট্টাচার্যকে, যার প্রতিটি বাস্তবধর্মী  এবং বক্তব্যধর্মী কবিতায় আমি ভীষণ  মুগ্ধ হই, অভিভূত হই।


আমাদের এই বন্ধুত্বপূর্ণ বন্ধন আরো সুদৃঢ় হউক, আপনার সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করি,ভালো থাকুন প্রার্থনা প্রিয় কবি।
===============================