সব হারানোর পর যেদিন তুমি
পা ফেললে এই বাংলার মাটিতে,
সেদিন আকাশে মেঘ ছিল কি না জানিনা,
প্রখর রৌদ্র ছিল কি না তাও ভুলে গেছি,
তবে সেদিন বাংলার আকাশে যে আলোর ঝিলিক দেখেছিলাম,
সেদিনই অনুধাবন করেছিলাম
এইবার পরিবর্তন হবে বাংলার ভাগ্যকাশ,
এইবার বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে নিশ্চিত ছিলাম।


এই তিন মেয়াদের রাস্ট্র পরিচালনায়,
তোমার দক্ষতা আন্তরিকতা দেশপ্রেমে,
বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের আসনে আসীন।
পর পর পাঁচ বারের দূর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের অপবাদ ঘুচালে।
পদ্মাসেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,চট্রগ্রামে কর্ণফুলী টানেল
সবই তোমার দূরদর্শী চিন্তার ফসল।


বিশ্ব যখন করোনার ভয়াল থাবায় হিমশিম খাচ্ছিল,
ঠিক তখনও তুমি বাংলার মানুষের জন্য গড়লে অনন্য দৃষ্টান্ত,
বিশ্বকে অবাক করে সুনিশ্চিত করলে বাংলার মানুষের স্বাস্থ্য সেবা,
বিনা টাকায় ভ্যাকসিন  প্রদান করে  স্বস্থি আনলে জনগনের মাঝে।


তামাম বিশ্ব যখন আজ দিশেহারা
যুদ্ধ যুদ্ধ খেলায়,
ব্যকুল যখন পৃথিবীর অনেক  রাষ্ট্রনায়ক,
বিদ্যুৎ গ্যাস আর অর্থনীতিকে ঠিকিয়ে রাখতে,
ঠিক তখনও তোমার দূরদর্শী চিন্তায় স্বদেশ ভূমি আজও নিরাপদ।


শকুনের দল অতীতের মতো আজও,
ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত,
তারা বাংলাদেশকে দেখতে চায় শ্রীলঙ্কার মতো।
ভয় নেই ভয় নেই প্রিয় বঙ্গবন্ধু তনয়া রাষ্ট্র নায়ক শেখ হাসিনা
আমরা দেশপ্রেমিক জনতা আছি তোমার সাথে,
সকল হীন ষড়যন্ত্র আর অশুভ শক্তির বিরুদ্ধে সদা জাগ্রত।