কৈশোর থেকে যৌবন
জীবনে ছিল ফাগুন
রক্তে ছিল আগুন
রঙিন চশমায়
চোখে ছিল স্বপ্ন রঙিন।


বাস্তবতার সীমারেখায়
জীবনের যোগ বিয়োগে
ফিরে যখন তাকাই,
অতীতের দিনগুলোতে
মনে হয় যেন জীবন অংকে ছিল ভুল।


বেলা শেষে অবেলায়
জীবনের রঙ হারিয়ে
থমকে গেছে জীবন।
চোখে সাদা কালো চশমায়
এখন সাদা কালো জীবন।