নশ্বর এই ধরায়
একে একে হারিয়ে যায়
স্বজন প্রিয়জন।


সুখের ক্ষণগুলো
দ্রুতই শেষ হয়ে যায়
বহমান সময়ের সাথে।


জীবন চলার বাঁকে বাঁকে
ধীরে ধীরে দূরে সরে যায়
সাজানো গোছানো স্বপ্নগুলো।


অসময় যখন ভর করে
তখন যে যার মতো চলে যায়
যার যার আপন ঠিকানায়।


পথে পথে হাঁটতে হাঁটতে
একটা সময়
ফুরিয়ে যায় পথের সীমানা।


শূন্যতা যখন চারিধারে
তখন শুধু আমি একা
শূন্যতায় পড়ে রই।